ডোভার লেন।
ডোভার লেনে ছিল বুঝি
ডোবার মতো কিছু
রাস্তাটা খুব নিচু
বর্ষাকালে জল জমে যায়
ব্যাঙের নাচানাচি
গড়িয়াহাটের মোড়ের কাছে
উড়ে বেড়ায় মাছি
গোলপার্কের কাছে
সন্ধেবেলা বাদুড়গুলো
ঝুলতে থাকে গাছে
একডালিয়ার ধারে
ঝুলতে থাকা তারে
ফিঙেপাখির নাচন দেখে
বেনেবউয়ের হাসি
ডোভার লেনে ডোবার ধারে
ব্যাঙের নাচানাচি!
অরি মিত্র