।দিলদরিয়া।

দিল হয়ে দরিয়া
দেশ ছেড়ে কোরিয়া
গিয়ে বাবু নন্দ
সবকিছু সন্দ
করিয়া করিয়া
এল বেলঘরিয়া।

সেইখানে নন্দ
গায়ে দামি গন্ধ
মেখে অতিরিক্ত
হয়ে গিয়ে রিক্ত  
পা-গাড়িতে চড়িয়া
চলে গেল গড়িয়া।

সেখানেও নন্দর
কাটে নাকো ধন্দ
ভালো আর মন্দ
সবেতেই সন্দ
করিয়া করিয়া
গেল শেষে মরিয়া!


অরি মিত্র