ধরো, তুমি ছিলে
ধরো, তোমার সঙ্গে ছিলাম আমি
আর ছিল না কেউ।
ধরো, তখন ছিল ফাগুন মাস
ধরো, তখন ছিল সন্ধেবেলা
ধরো, তখন আকাশজুড়ে হাসছিল গোল চাঁদ।
ধরো, তখন মহুয়া ফুল শুঁকে
মাতাল ছিল বাউণ্ডুলে বাতাস
আমের বনে কোকিল মাতোয়ারা
তুমি ছিলে নীরব একেবারে
আমার মুখেও কুলুপ ছিল আঁটা।
ধরো, তার পরে --- তার পরে ---
পরের খবর বাতাস শুধু জানে!