।দানা।
দানা নামে হানাদার–
মাটিতে আছাড় খেয়ে
ভেঙে গেছে ডানা তার
রাগে কাঁপে থত্থর
নড়ে পাথাপত্তর
ভাঙাভাঙি মানা তার।
গরিবের বস্তি
বেঁচে যেতে স্বস্তির
গান চলে মানাদার
দানা নামে হানাদার–
বাংলা মুলুকে এসে
হয়ে গেছে দানাদার।
।অরি।