।দক্ষিণের বারান্দা।
খোলা থাক। বাতাস আসুক।
ফুলের সৌরভ যদি আসে,
যদি মৌমাছির ঝাঁক এসে বসে
জানালার পাশে-- আরো ভালো হয়!
চলে যাব মন যেদিকে চায়;
সত্যি, মন যেদিকে যেতে চায়।
অনাবিল শৈশব এসে, অকস্মাৎ
হানা দিক প্রৌঢ় চেতনায়;
হৈ হৈ রৈ রৈ করতে করতে
পুরানো বন্ধুদের সঙ্গে অনাবিল আড্ডা !
খোলা থাক, খোলা থাক
দক্ষিণের বারান্দা!
অরি মিত্র