সবকিছু থেমে গেছে করোনার ঝড়ে,
একটাই মাথা আছে মানুষের ধড়ে।
দামি সেই মাথাটাকে বাঁচাবার তরে
সবাই বন্দী আছি যার যার ঘরে!
গাড়িঘোড়া চলছে না, চলছে না প্লেন,
সার বেঁধে থেমে আছে অগুনতি ট্রেন।
আপিসে ঝুলিয়ে তালা বড়োবাবু ঘরে
দুবেলা নিজের হাতে প্লেট সাফ করে!
ইস্কুল কলেজের থেমে গেছে ক্লাস,
কোচিং-এর ঘরে তালা টানা দেড় মাস।
শহরের পথে পথে ময়ূরেরা চরে,
পরিযায়ী শ্রমিকের পায়ে খুন ঝরে!
মরছে মানুষ কত সারা পৃথিবীতে,
অনেকের হয়তো বা ফাঁকা হল ভিটে।
করোনা পৃথিবী ছেড়ে গেলে চিরতরে,
ডাকবে খুশির বান প্রতি ঘরে ঘরে!