।করোনার দাওয়াই।
করোনায় ধরে যদি হয়ে যাবে হদ্দ,
এপাড়ার ওপাড়ার ছোঁড়া, ছুঁড়ি, মদ্দ!
রোগ বড়ো ভয়ানক, নেই তাতে সন্দ,
যতই বাতেলা দিক শ্রী শ্রী বাবু নন্দ!
যার যার ঘরে থেকো, হাত ধোও সাবানে,
সাবধান! মাস্ক ছাড়া রাস্তায় যাওয়া নেই!
টিকার টিকিটি আজো রয়েছে অদৃশ্য,
সাবধান! সাবধান! যত গুরু-শিষ্য!
অরি মিত্র