নদীর জলে চান ছিল
রাখালিয়া গান ছিল
কাকা, পিসিমনির কোলে
এলানো শৈশব!
হাতে হাতে ঘুড়ি ছিল
কোঁচড়ভরা মুড়ি ছিল
তেলেভাজার গন্ধে ছিল
জমাটি উৎসব!
লেখা ছিল পড়া ছিল
স্কুলে শাসন কড়া ছিল
নামতা পড়ার শব্দে পাড়ায়
সামাল সামাল রব!
গাছে গাছে পাখি ছিল
দুর্গাপুজোয় ঢাকি ছিল
পুজোর বন্ধে সকাল-সন্ধে
বেজায় কলরব!