।ছাতা।

রৌদ্রে এবং জলে
ছাতার মিছিল চলে ।

তেমন তেমন ছাতায়
বাজ পড়ে না মাথায় !

ছাতার আড়ে দুজন
চলতে চলতে কূজন !

বগলদাবা ছাতি
হাতের কাছে লাঠি
বাটপারে আর চোরে
মারতে পারো জোরে!

পাওনাদার ঐ এলো,
মাভৈঃ, ছাতা খোলো !

অরি মিত্র