।চলো।

যার বুকে যতটুকু বারুদ আছে
তাই দিয়ে আগুন জ্বালাতে হবে।
নইলে আর একটা বহ্ন্যুৎসব বৃথা ফিরে যাবে।
সেদিন তোমার শশাক্ষেতে দেখলাম
সবুজের নাম-গন্ধ নেই–
ফুল থেকে পাতা, ডাঁটা, শেকড়– সবকিছু
পোকায় কেটে ঝাঁঝরা করে দিয়েছে!

প্রদীপের আলো আর টিমটিমে মোমের বাতি
নাড়ির স্পন্দনেই নিভে যায়;--
তার চেয়ে চলো বনে আগুন লাগিয়ে দিই।


।অরি মিত্র।