।চলো।

বনে বনে যত ঝরে গেছে ফুল
কাঁদে কত মৌমাছি;
মনে মনে চলো ফোটাই বকুল
তুমি আর আমি আছি।

।অরি মিত্র।