উলুখাগড়ার প্রাণ যায়
যুদ্ধ রাজায় রাজায়,
বুদ্ধু-ভুতুম দু-হাত দিয়ে
জোরসে তালি বাজায়!
বিমান আসে কামান আসে
আসেন পদাতিক,
বুদ্ধু বলে, তার রাজাটা
জিতবে এবার ঠিক!
ভুতুম বলে, 'বুদ্ধু ওরে,
ফালতু কথা রাখ,
আমার রাজাই আসল রাজা,
করবে বাজিমাত!'
রাজায় রাজায় যুদ্ধ চলে
যে যার ঘুঁটি সাজায়,
বুদ্ধু-ভুতুম দুহাত দিয়ে
জোরসে তালি বাজায়!