।বুদ্ধির ঢেঁকি।

ধান্দার আন্ডায় ক্ষমতার ঝান্ডায়
কিংবা বারান্ডায় আছি,
গলতে দেব না কোনও মাছি ।
টিক টিক টিক টিক যা বুঝেছি তাই ঠিক
হেসে যাই ফিকফিক
পান খেয়ে ফেলি পিক ভাই রে,
আমাদের তুলনা তো নাই রে !
আমরা যে বুদ্ধির ঢেঁকি!

ক্ষমতায় তেল ঢালি দুর্বলে দিই গালি
তালে তালে দিই তালি,
ঝালে-ঝোলে-অম্বলে আছি ।
টিক টিক টিক টিক ঘড়ি চলে ঠিক ঠিক  
রুটিটার কোন দিক
মাখন রয়েছে ঠিক ভাই রে,
বুঝে নিতে ভুল হয় নাই রে !
আমরা যে বুদ্ধির ঢেঁকি!


অরি মিত্র