ভুলে গেছি হাসতে এখন
ভুলেই গেছি কাঁদতে
ভুলে গেছি রোববার এলে
ভালমন্দ রাঁধতে!
সকাল-সন্ধে বাড়ি এখন
বিষণ্ণতায় ঢাকা
প্রহরগুলো কাটছে সবার
বড্ড ফাঁকা ফাঁকা!
বইয়ের মধ্যে মন বসে না
মন বসে না খেলায়
মন বসে না ইউটিউবে
নিঝুম সন্ধেবেলায়।
ফোন আসে না যখন তখন
ফোন করি না বেশি
ভুলেই গেছি দেখতে কেমন
নিকট প্রতিবেশী ।
ভুলে গেছি কেমন করে
চাঁদটাকে হয় বাঁধতে
ভুলে গেছি হাসতে এখন
ভুলেই গেছি কাঁদতে!