।ভুল কোরো না ভায়া।
ভুল কোরো না ভায়া
কোন কথাটা সত্যি এবং
কোন কথাটা মায়া।
কোন কথাটায় তোমার ভালো
কোন কথাটায় ক্ষতি
কোন পথে হয় দশের ভালো
কোন পথে দুর্গতি।
শত্রু এবং মিত্র কারা
কোনটা জেতা কোনটা হারা
কীসে আছে দহন-জ্বালা
কীসে শীতল ছায়া;--
ভুল কোরো না ভায়া।
অরি মিত্র