।ভালোই আছি।
আমরা বেশ ভালো আছি, ভালোই আছি–
হাত দিয়ে তাই তাড়াই মাছি, মশা এবং
জ্যান্ত ইঁদুর ছা;
তোরা যারা খারাপ আছিস– লড়াই দিতে
গড়ের মাঠে যা।
আমরা বেশ ভালোই আছি– হাত দিয়ে তাই
ধরব কাকের ছা।
অরি মিত্র