বুনো হাতি
রাতারাতি
       হয়ে গেল পোষ্য
দিনরাত
খায় ভাত
       চর্ব্য ও চোষ্য।
সকালে
গরম চায়ে
     সের দুই তণ্ডুল
যদি দেখে
নেই পাতে
      করে সব ভণ্ডুল!
খই চাই
দই চাই
     চাই তার মদ্য
খায় দায়
গান গায়
     হেঁকে যায় পদ্য।
রাম দাস
চার মাস
     এই মতো চালিয়ে
শেষটায়
খালি গায়
      বনে যায় পালিয়ে!