।বাঁচতে নেই।
ভাবতে নেই ভাবতে নেই
দুকানকাটা লোকের কথা
ভাবতে নেই ভাবতে নেই!
ঢালতে নেই ঢালতে নেই
ছাইভস্মে গব্য ঘৃত
ঢালতে নেই ঢালতে নেই!
নাচতে নেই নাচতে নেই
উল্টোপাল্টা লোকের কথায়
নাচতে নেই নাচতে নেই!
বাঁচতে নেই বাঁচতে নেই
মরার আগে মরে গিয়ে
বাঁচতে নেই বাঁচতে নেই!
অরি মিত্র