নশ্বর এই দেহ পোড়ে মরণের পর
পার্থিব ভালোবাসা পোড়ায় জীবনভর!
"ভালোটাই মন্দ আর মন্দটাই ভালো"*--
এই কথাতে ডাইনিগুলো কী কথা বোঝাল!
নশ্বর এই জীবন আর পার্থিব এই মন
মাঝখানে এক সেমিকোলন --অস্থায়ী যৌবন!
নারী ঘুমায় পুরুষ ঘুমায় ঘুমায় জগৎবাসী
চন্দ্র জাগে তারা জাগে বাজে প্রেমের বাঁশি!
*ম্যাকবেথ/শেক্সপিয়ার