।বাবুবৃত্তান্ত।

চলতি হাওয়ায় দুলছে,
চর্বি জমিয়ে ফুলছে!
গ্ল্যামারখানা খুলছে--
পড়শিদের ভুলছে;
দুলছে, বাবু দুলছে।


অরি মিত্র