।বাড়ি।

বাড়ি-- বাড়ি মানে ঘর,
যেখানে সবাই বন্ধু, কেউ নয় পর।
বাড়িতে থাকার মজাই আলাদা
বাড়িতে যাওয়ার মজাই আলাদা!
ছেলেরা বাড়ি গিয়ে মাকে বলে,
'এটা খাব, ওটা খাব।'
আর বাবাকে গিয়ে বলে,
'চলো, একটু ক্যারাম খেলি।'
মেয়েরা বাড়ি গিয়ে মাকে বলে,
'মা গো, চুল বেঁধে দাও,
কতদিন তুমি পোনিটেল বেঁধে দাওনি আমাকে!'
বাবার চারপাশে ঘুরঘুর করতে করতে চায়,
বাবা তাকে একটু আদর করুক;--
আর ভাইবোনের সাথে সে কী খুনসুটি!

বাড়ি-- বাড়ি মানে ঘর,
যেখানে সবাই ভালোবাসে পরস্পর।

।অরি মিত্র।