।অতুল।

গলা খুললেই সুর আর
মুখ খুললেই গান
তালুর মতো করায়ত্ত
মডার্ন আর্টের জ্ঞান!

কলম ছুঁলেই বেরিয়ে পড়ে
পংক্তি কবিতার
হাতে-গরম বিকিয়ে যায়
এমনি ছবি তাঁর!

দাদা এবং ভাই রে,
তুলনা তাঁর নাই রে!


অরি মিত্র