।অসুর।

অসুর ছিল অসুর আছে
উঁচিয়ে তলোয়ার,
অসুর মারা কর্মটা নয়
মাটির প্রতিমার।

অসুর যদি দাঁত খিঁচিয়ে
তোমার দিকে আসে,
মেল পাঠালে বন্ধুরা সব
আসবে তোমার পাশে।

সঙ্গে রেখো লাঠি-সোঁটা
এবং হাতে হাত,
অসুর টসুর সবাই তাতে
হবেই কুপোকাত!

।অরি মিত্র।