।অর্ধযতি।
কথার পিঠে কথা দিয়ে যতই
তুমি কাব্য লেখো--
ফাঁকি, সবই ফাঁকি;
যদি তোমার সেসব কথায়
না ডেকে যায় পাখি।
কথার পিঠে কথা--
কোথায় শুরু
কোথায় বা তার শেষ--
হিসেব আছে ছেঁড়া খাতায়
তেঁতুলগাছের শীর্ণ পাতায়
বিষণ্ণতার রেশ!
অরি মিত্র