।অন্য দুর্গা।


এই দুর্গারা কাজ করে মাঠেঘাটে
এই দুর্গারা নগ্ন পায়েই হাঁটে
এই দুর্গারা মাথায় কাঠের বোঝা
এই দুর্গারা ক্লান্তিতে চোখ-বোজা।

এই দুর্গারা দুর্বল অসহায়
এই দুর্গারা মূক ও বধির প্রায়
এই দুর্গারা ধর্ষিতা প্রতিদিন
এই দুর্গারা সমাজের চোখে হীন!

এই দুর্গারা গর্জায় যদি আজ
দুষ্টু লোকের মাথায় পড়বে বাজ!
এই দুর্গারা তোলে যদি হাতিয়ার
মহিষাসুরেরা রক্ষা পাবে না আর!


অরি মিত্র