।আঙুল।

কড়ে আঙুল বুড়ো আঙুল
দু-আঙুলে ভাব
মধ্যমা আর অনামিকায়
জমাটি সংলাপ!
তর্জনীটা কেমন যেন
চোখ রাঙাতে চায়
খোকাখুকু ভয় না পেলেও
এড়িয়ে তাকে যায়!
বামে ডানে পাঁচটা করে
দশ আঙুলের খেলা--
নির্বিবাদে চলতে থাকুক
সকাল সন্ধ্যাবেলা!


অরি মিত্র