।অঙ্ক।
অঙ্ক আছে মাথার চুলে
অঙ্ক আছে দাবনাতে
অঙ্ক আছে গরুর শিংয়ে
অঙ্ক আছে জাবনাতে।
অঙ্ক আছে পাখির ডানায়
অঙ্ক আছে করমচায়
অঙ্ক আছে ছাগলছানায়
অঙ্ক আছে গরম চা-য়।
অঙ্ক আছে তিরধনুকে
অঙ্ক আছে বন্দুকে
অঙ্ক আছে ঝড়বাদলে
অঙ্ক আছে সিন্দুকে।
অঙ্ক আছে খেলার মাঠে
অঙ্ক আছে বন্দরে
অঙ্ক আছে জীবনজুড়ে
সবকিছুরই অন্দরে।
অরি মিত্র