।অল্পবিত্তের পাঁচালি।

(এক)

আর্লি টু বেড আর্লি টু রাইজ
এখনো যে বেঁচে আছি
               সেটাই সারপ্রাইজ!
টাকা নেই পয়সা নেই
                 নেই কোনো কাজ
অনাহার সইব কত
                     মরে যাব আজ!


( দুই )

গায়ে ছিল কম্বল
লোটা ছিল ঘরে
মেয়ে যেই বড়ো হল
নিয়ে গেল বরে।
তস্করে কেড়ে খায়
ঘটি আর বাটি
চাকরিও যায় যায়
জীবনটা মাটি!


অরি মিত্র