মেঘ না চেয়েই জল পেয়েছি
মেঘ চাইলে কী কী পেতাম তার
ফর্দ বানাও-- সঙ্গে চলুক কফি;
ক্রেডিট কার্ডে মিলতে পারে ধার!
চাঁদের কাছে চাইতে পারো আলো
মাসের শেষে আসবে না তার বিল
কিন্তু যাদের প্রাত্যহিকী ঢের বেশি জমকালো
জুতো তাদের অনেকটা হাই-হিল!
এবার বলো চাইবে কি না চাইবে
মেঘের কাছে কিংবা চাঁদের কাছে
শপিং মলে ক্রেডিট কার্ডেই পাবে;
জীবন কিন্তু নগদ মূল্য যাচে!