।অব্যক্ত।

একটি মেয়েকে ভালো লেগেছিল।
তাকে বলা হয়নি সে কথা।
অনেক বছর পরে যখন বললাম–
তখন অনেকটা পথ, বাধার পাহাড়।
শুনে সে বলল : আগে বলোনি কেন,
“পরশনে দ্বার যেত খুলে”।

এখন তো সব রাস্তাই বন্ধ।


।অরি মিত্র।