।অভিনয়।

বাঙাল আর ঘটি কত নটনটী
এই বাংলার বুকে
সকালে-বিকালে চ্যানেলে চ্যানেলে
নাচাগানা করে সুখে!
এরা বলে, 'ড্রামা, বুঝেছিস রামা,
মজা ছাড়া কিছু নয়।'
বাঙাল আর ঘটি কত নটনটী
করে যায় অভিনয়!

অরি মিত্র