সব রাতের ভোর আছে
সব মানুষের আছে নিজস্ব ফাগুন;
তবে কিনা কেউ কেউ বোবা
বুকে চেপে রেখে দেয় সমস্ত আগুন!
সব জীবনের গতি আছে
সব আলোর আছে নিজস্ব বলয়;
তবে কিনা ঝড় এলে
সব কিছু হয় নয়ছয়!
আগে কিংবা পরে, একদিন ঝড় থেমে যায়;
জীবন এগিয়ে চলে মানুষের শান্ত দুটি পায়।