।আমড়া কোথায় থাকে।

দিনে বলেন যে কথাটা
রাতে সেটা বলেন না
বাঁকা কথার মানুষ খুড়ো
সোজা পথে চলেন না।

খুড়োয় পেয়ে বসল জবর  
প্রশ্ন কালে কালে--
আমড়া থাকে গাছে, নাকি
আমড়া থাকে ডালে?

ভেবে ভেবে দাঁত পড়ে যায়
পাকল খুড়োর দাড়ি
মনের দুঃখে খুড়ি সোজা
গেলেন বাপের বাড়ি!

খুড়ো তবু ভেবেই চলেন
দু-হাত রেখে গালে--
আমড়া থাকে গাছে, নাকি  
আমড়া থাকে ডালে!


অরি মিত্র