।আমার পুজো।

আমার পুজো আমার
নয় তা কোনো চেনা লোকের
নয় তা কোনো মামার।

এবার পুজোয় আমার
দরকার নেই কেনাকাটার
দরকার নেই জামার।

এবার পুজোয় আমি
প্রমাণ দেব পুজোর চেয়ে
জীবন অনেক দামি!


অরি মিত্র