।আলো।

  তুমি বলেছিলে, 'বর্ষায় বর্ষাতি জুতো পরা ভালো।'
  বলেছিলে, 'সাথে রেখো ছাতা।'
  মেনেছি তোমার কথা আমি ঠিকঠাক;
  তবু দ্যাখো, বৃষ্টি-জলে ভিজে গেছে মাথা!

  তবুও তোমার কথা মনে রাখা ভালো;
  বৃষ্টির পরে রোদ-- রৌদ্র মানেই সে তো আলো!


অরি মিত্র