।আগুন।

দাম বাড়ছে তেলের
দাম বাড়ছে চালের,
দাম বাড়ছে নিত্য দিনের
দরকারি সব মালের!

দাম বাড়ছে গ্যাসের
টান পড়ছে ক্যাশে,
জমা টাকার সুদ কমছে
প্রতি মাসের শেষে!

বাড়তে বাড়তে  দাম,
পোড়ায় শহর গ্রাম !


অরি মিত্র