ঠাম্মা ছাড়া ঠাকুর্দাদা
করত কী?
জলদাপাড়ায় ভালুক ছানা
ধরত কি?
আম্মা ছাড়া বাবা একা
করত কী?
একতারাতে বাউল গানা
ধরত কি?
বউদি ছাড়া অচল হত
দাদা,
দুগ্গা ছাড়া শিবঠাকুরও
আধা!