।আছে প্রত্যয়।
যারা গর্তে ঢোকার তারা
গর্তে ঢুকে যাক
যারা বেরিয়ে আসার তারা
ঘর ছেড়ে বেরিয়ে আসুক।
যারা মূক ও বধির তারা
মুখ বন্ধ করে রাখুক
যারা মুখর হতে চায় তারা
আজ চিৎকার করুক।
যারা জন্মভীতু তারা
দরজায় খিল তুলে দিক
যারা প্রত্যয়ী তারা
রাস্তায় বেরিয়ে পড়ুক।
সামনে রাঙা পলাশের বন
সামনে উথালপাথাল ঝড়
যাদের সাহস আছে তারা
চিৎকার করে বলুক--
"বুকে গভীর আছে প্রত্যয়
আমরা করব জয় নিশ্চয়!"
অরি মিত্র