কিছু খড়,কিছু বাঁশ
আর কিছু দড়ি---
এভাবেই দাঁড়িয়ে আছে
একদা চটকদার কোনো
প্যান্ডেলের কঙ্কাল।
তার প্রাণপ্রতিমা
ভেসে গেছে---
জলের স্রোতে।
এখানে,ওখানে
ছড়িয়ে আছে শুধু
অতীতের কিছু স্মৃতি।
প্রাণহীন সে।তাই
আর কাউকে
আকর্ষন করে না।
নিতান্ত অবহেলায়
পড়ে থাকে
রাস্তার ধারে।
কিন্তু সুখের দিন
তারও ছিল।
যখন সে পরেছিল
রাজবেশ----
হৃদয়ে প্রতিষ্ঠা করেছিল
মৃন্ময়ী 'মা'কে----
তখন কত মানুষের
চোখের মণি
হয়েছিল সে।
সেসব আজ অতীত।
প্রতিমাহীন,আধভাঙা
প্যান্ডেলের কঙ্কালকে
আর কেইবা মনে রাখে!
এখন শুধু অপেক্ষা-----
অন্য কোথাও,
অন্য কোনোখানে,
অন্য কোনো পোষাকে,
অন্য কোনো উৎসবের
কেন্দ্রবিন্দু হয়ে ওঠার।
$$$$$$$$$কুয়াশা$$$$$$$$$