আবছা আলো
লাগছে ভালো
গাইছে পাখী গান।

মন্দ ভালো
সাদা কালো
প্রান করে আনচান।

মেঘের ভেলা
হাওয়ার দোলা
এলো ঋতুরাণী।

কাশের মেলা
রোদের খেলা
মায়ের আগমনী।

মিষ্টি সকাল
রঙীন বিকেল
ঢাকের মিঠে বোল।

শিউলি ঝরা
আকুল করা
পাখীর কলরোল।

প্রভাত রবি
গগন ছবি
মেঘের আসা যাওয়া।

বছর পরে
আবার ঘরে
এলো মহামায়া।

{ { {কুয়াশা} } }