রক্তে জ্বলে বহ্নিশিখা,
চিত্তে হাহাকার,
দেশমাতাকে বন্দী করেছে
বিদেশীর কারাগার।

দিকেদিকে ওঠে শঙ্খনিনাদ,
বাজে ঐ রণভেরী,
দেশমাতা আজ চাইছে মুক্তি
নহে নহে আর দেরী।

উত্তাল সেই সময়ের কথা
আজ শুধু ইতিহাস ,
বইয়ের পাতাতে বন্ধ রয়েছে
সময় করেছে গ্রাস।

কত বীর সেই জীবনযুদ্ধে
দিয়েছে প্রানের বলি,
কত তাজা প্রান অকালে ঝরেছে
সময় গিয়েছে চলি।

কত শহীদের রক্তের ঋণে
আজকের স্বাধীনতা,
কত মায়েদের নয়ন বারিতে
ধুয়ে গেছে অধীনতা।

কত লেখকের লেখনীর বাণী
মর্মে দিয়েছে দোলা,
কত সন্তান জীবন দিয়েছে
সয়নিকো অবহেলা।

অনশন করে প্রাণটা দিয়েছে
রেখেছে মায়ের মান,
ফাঁসির কাষ্ঠে নিজেকে সঁপেছে
সয়নি তো অপমান।

রুধির ধারায় লাল হয়েছে
এই ভারতের ভূমি,
সেই রক্তিম পথেই স্বাধীন
হয়েছে মাতৃভূমি।

এসো এসো তবে নত করি মাথা
আজ এই শুভদিনে,
যাঁরা দেখালেন মুক্তির পথ
শত শত জনগণে।

বন্দনা করি তোমাকে জননী
ঘুচে গেছে অধীনতা,
বহু কষ্টের বিনিময়ে আজ
এলো এই স্বাধীনতা।


""""""""""""""""শুভ স্বাধীনতা দিবস""""""""""""""""

*~*~*~* কুয়াশা*~*~*~*