অতল জলে তল খুঁজেছি
বাঁধতে গেছি নাও,
আকাশ নীলে বলতে গেছি
পরশ তোমার দাও।
ঝড়ের গতি রুদ্ধ করে---
গড়তে গেছি ঘর,
মরুর বুকে খুঁজতে গেছি
স্বচ্ছ সরোবর।
মুঠোয় আমার ধরতে গেছি
তপ্ত রবির আলো,
প্রদীপ জ্বেলে মুছতে গেছি
সুপ্ত রাতের কালো।
হাতের করে গুণতে গেছি
দূর গগনের তারা,
নদীর সাথে ছুটতে গিয়ে
হলাম পাগলপারা।
সময়টাকে বাঁধতে গেছি
শক্ত রশির ফাঁসে,
বসন্তকে আনতে গেছি
তপ্ত বোশেখ মাসে।
পাষাণ প্রাণে খুঁজতে গেছি
ফল্গু নদীর ধারা,
শুষ্ক মনে রসের খোঁজে
হলাম দিশাহারা।
গড়তে গেলাম স্বপ্ন প্রাসাদ
সুখের বালুচরে,
ভাঙলো স্বপন এক অচেনা
কালবোশেখী ঝড়ে।
কুয়াশা