ওই যে দূরে
আকাশ পুরে
জলদ রাজার দেশে,
বাজল মাদল
এবার বাদল
আসল বুঝি শেষে।
তড়িৎ বাণে
আঘাত হানে
মেঘ বালিকার দল,
সেই আঘাতে
নয়ন পাতে
কাজল মেঘের জল।
অশ্রু ধারা
পাগল পারা
ঝরছে অবিরত,
অঝোর ধারে
পড়ছে ঝরে
মুক্তোদানার মতো।
মেঘের কালি
ঝরছে খালি
শুভ্র জলের ধারে,
কৃষ্ণ বরণ
মেঘ অঞ্জন
গলছে বারে বারে।
কান্না শেষে
মিশছে এসে
বসুন্ধরার বুকে,
লুকাচ্ছে মুখ
সমস্ত দুখ
ভুলছে স্নেহের সুখে।
বৃষ্টি হয়ে
ছন্দে লয়ে
রিম ঝিমঝিম সুরে,
গাইছে তালে
ঝরার কালে
নিকটে বা দূরে।
শীতল বাতাস
মেঘলা আকাশ
স্নিগ্ধ পরিবেশ,
বার্তা পাঠায়
হৃদয় খাতায়
গ্রীষ্মের দিন শেষ।
কুয়াশা