সাঁঝ-বালিকার মলিন হাসি
দগ্ধ দিনের শেষে,
তপ্ত দেহে স্নিগ্ধ স্নেহের
পরশ লাগায় এসে।
অগ্নিঝরা বাতাস যেনো
কোমল পরশ পেল,
আনন্দে তাই ক্লান্ত দেহে
স্পর্শ দিয়ে গেল।
বিবস্বানের আগুন রোষে
স্তব্ধ গাছের সারি,
সবুজ পাতার আন্দোলনে
আনন্দ বিহারী,
রৌদ্র তেজে জ্বলন্ত ওই
আকাশ পটভূমি,
শ্রান্ত কোনো পথিক যাহার
সামনে মরুভূমি।
আবার যাকে চলতে হবে
অগ্নিঝরা পথে,
জ্বলতে হবে সূর্য তেজের
অভ্রভেদী রথে।
কিন্তু তবু সাঁঝের বেলার
এই সুমধুর স্নেহ,
কিছুক্ষণের জন্য যেনো
শীতল করে দেহ।
ক্লিষ্ট দিনের করুণ মুখে
শীর্ণ হাসির মতো,
নিদাঘ দিনের সাঁঝের বেলা
জুড়ায় দহন ক্ষত।
কুয়াশা
----------------------------------------------------
(কবিতাটি 'স্বরবৃত্ত ছন্দে' লিখতে চেষ্টা
করলাম...)