যেই দু-চোখের কাজল হল
তোমার ভাষা,
হৃদয় যেন সাজিয়ে দিল
নতুন আশা।
প্রবল বাণে ভাসিয়ে নেওয়া
স্রোতের বেগে,
বসন্ত আজ মনের দ্বারে
উঠলো জেগে।
তোমার চোখে মেঘলা তখন
ঐ নীলিমা,
ঠিক তখনই আমার মনেও
শ্যামলিমা।
আমার আকাশ পূর্ণ তখন
চাঁদের আলোয়,
বাইরে আকাশ ঢাকছে তখন
মেঘের কালোয়।
তোমার মনেও ভাঙছিল কি
নদীর দু-কুল?
ছুটছিল কি ভাবনাগুলো
এ-কুল ও-কুল?
শুনছিলে কি হৃদয়বীণায়
অনুরণন?
জাগছিল কি শরীর জুড়ে
এই শিহরণ?
আমি তখন ঐ পাহাড়ের
খরস্রোতা,
পথ হারানো পথিক আমি,
অপরিচিতা।
দুই নয়নের আলাপনে
ক্লান্তিবিহীন,
পলক যেন হার মেনেছে
আজ সারাদিন।
দেখছি শুধু চোখের তারায়
স্বপ্নবালা,
রংবেরঙের স্বপ্ন নিয়ে
করছে খেলা।
ঠিক তখনই বৃষ্টি এল
আকাশ জুড়ে,
ঝাপসা হল দৃষ্টিপটও
একটু দুরে।
বৃষ্টি এসে ভিজিয়ে দিল
চোখের পাতা,
পলকও আর শুনলো নাতো
মনের কথা।
নয়ন মেলেই চাইতে গেলাম
তোমার পানে,
নিজেই এসে রাখলে নয়ন
এই নয়নে।
কুয়াশা