সকালবেলা লাঙল হাতে
দিনের শুরু তাদের,
বৃষ্টি,বাদল,কড়া রোদে
নেইকো বাধা যাদের।
মাঠে মাঠে খেটে তারা
ফলায় সোনার ধান,
চাষের কাজে লাগায় তারা
মনের সাথে প্রাণ।
ফলায় 'লক্ষ্মী' তবু ঘরে
'লক্ষ্মী-মা' চঞ্চলা,
নাইকো খাবার,নাইকো উদক
দারিদ্র অচলা।
বাংলার গ্রাম,বাংলার মাঠ
সুজলা-সুফলা,
তবু চাষীর জীবনমঞ্চে
আঁধার প্রদীপ জ্বালা।
দিনের বেলা শুকনো মুড়ি
রাত্রে মোটা ভাত,
কোনো কোনো দিনের শেষে
তা জোটাতেও কাত।
ধার করা জিনিস নিয়েই
সারা বছর চলে,
মহাজনের লোক-ঠকানোর
বৃহৎ যাঁতাকলে।
যাদের কষ্টে বাঙালী পায়
ভাতের অধিকার,
বলতে পারো কেন তাদের
জীবন অন্ধকার?