হঠাৎ সেদিন দেখা হল
তুষারশ্বেতার সাথে,
রাজকুমারও সঙ্গে ছিল
হাতটা রেখে হাতে।
সুন্দরী সেই রাজকন্যা
সাতবামনের মিতা,
দুষ্টু রাণী সৎমা ছিল
ছিল না তো মাতা ।
রাজার কুমার পক্ষীরাজে
সেই যে নিয়ে গেল...
তারপর আর জানতামই না
কি যে তাদের হল?
হঠাৎ সেদিন দেখা পেয়ে
রূপকথারই দেশে,
কেমন তারা আছে এখন
জানতে পেলাম শেষে ।
এখন সে আর ছোট্টটি নেই
হয়েছে দেশের রাণী,
তাদের দেশে সবাই সুখী
সকল প্রকার প্রাণী।
দুটি আছে রাজপুত্র
একটি রাজার মেয়ে।
রূপে ,গুণে সুন্দরী সে
তুষারশ্বেতার চেয়ে ।
রাজপুত্র রাজ্য চালায়
নতুন রাজা হয়ে,
প্রজারা সব দারুন খুশী
এমন রাজা পেয়ে।
এত সুখের মাঝেও তবু
তাদের মনে ব্যথা,
এখন তো আর কেউ শোনেনা
তুষারশ্বেতার কথা।
সবাই তাকে ভুলে গেছে
ছোট্ট খোকাখুকু।
গল্প শোনার সময় তাদের
হয়না এতটুকু।
ছোট্টসোনার মনের কোণে
তুষারশ্বেতার বাস ।
তারাই তাকে ভুলে গেছে
তাইতো সে উদাস ।
আমি তাকে বলে এলাম
চিন্তা কর কেন?
সবার মনেই আছ তুমি
এটা শুধু জেনো ।
যতদিন থাকবে মায়া
রূপকথারই দেশ,
তুষারশ্বেতাও থাকবে নিয়ে
গল্পকথার রেশ ।
***************কুয়াশা*****************