স্বপ্ন আমার চোখের তারায়,
স্বপ্ন আমার মনে,
স্বপ্ন আমার লুকিয়ে আছে
নীল হৃদয়ের কোণে ।
স্বপ্ন দেখি কোন অচেনার,
কোন সে অজানার,
স্বপ্ন দেখি তোমায় নিয়ে
স্বপ্ন সাজাবার|
জানিনা না সে কোথায় থাকে?
কীই বা পরিচয়?
শুধু আমার স্বপ্নে আসে
কে সে মহাশয়?
তারই আশায় প্রহর গুণে
পেরিয়ে গেল ক্ষণ,
আসবে কি সে করতে চুরি
আমার সবুজ মন?
আসবে কি সে আকাশ হয়ে
কিংবা ভোরের পাখি?
আসবে কি সে শিশির হয়ে
নিয়ে আলোর রাখী?
আসবে কি তুফান হয়ে
উড়িয়ে নিতে মন?
কিংবা হতে সবচেয়ে কাছের
আমার আপনজন?
বৃষ্টি ফোঁটায় ধুইয়ে দেবে
আমার অভিমান ।
কিংবা গাছের ছায়া হয়ে
জুড়িয়ে দেবে প্রাণ ।
দুখের দিনে হাসিমুখে
থাকবে আমার পাশে ।
গল্পো করেই রাত কাটবে
ঘুম যদি না আসে ।
ফুলের মতো সুগন্ধেতে
ভরিয়ে দেবে শ্বাস ।
তাকে পেয়ে ধন্য হব
এটাই অভিলাষ ।
কোথায় সেজন লুকিয়ে আছে
হৃদমাঝারে খুঁজি ।
সাগরমাঝে লুকিয়ে থাকা
অরূপরতন বুঝি ।