দেখলে আসে জিভে জল,
আলু-মটর আর টকের জল,
নাদুস নুদুস দেখতে বেশ,
এক কামড়েই করব শেষ।
ঝাল-ঝাল আর টকের স্বাদ,
আহা! কাকে দেব বাদ ???
তাই টপাটপ মুখে পোরা,
ঐখানেতেই থাকুক ওরা।
নাকে,মুখে,চোখে জল,
অতিমাত্রায় ঝালের ফল।
তা বলে কি খাওয়া বাদ!
এটাই তো আসল স্বাদ!
ফুচকা খাবো ঝাল ছাড়া!!
এটা কেমন কথার ধারা!!
ঝালে টকে মিশলে তবে
এমন 'মধুর স্বাদ ' হবে।
খাওনা এসব? যাওতো ভাই!
এইখানে আর জায়গা নাই।

কুয়াশা
২.১.১৫