জীর্ণ সকল স্মৃতির খাতা উড়িয়ে ধুলোর মতো,
মুছে দিলাম হৃদয় মাঝের মলিনতা যতো।
প্রভাত সূর্য ডাকছে যেন বাড়িয়ে দুটি হাত,
বলছে যেন তাকিয়ে দেখো কাটলো আঁধার রাত।
চাওয়া পাওয়ার হিসাব না হয় বাদই দিলাম আজ,
নতুন করেই করবো না হয় নতুন কোনো কাজ।
ফেলে আসা দিনগুলো আজ যদি পিছু ডাকে,
ভাসিয়ে দেবো তাদের কোনো চোরা স্রোতের বাঁকে।
নতুন করেই ভাববো না হয় এই পৃথিবীর কথা,
বুঝবো না হয় খাদ্যবিহীন কাঙালিনীর ব্যথা।
জীবন পথে না হয় নিলাম একটা নতুন মোড়,
না হয় আজ কাটিয়ে দিলাম বিলাসিতার ঘোর।
দু'পা না হয় এগিয়ে গেলাম মাটির উপর দিয়ে,
না হয় কারো সাহস হলাম সবার আগে গিয়ে।
হয়তো কোনো প্রতিবাদী কন্ঠ হলাম আমি,
কাউকে না হয় বুঝিয়ে দিলাম জীবনটাও দামি।
নতুন করেই ভাববো না হয় নতুন দিনের কথা,
এবার না হয় বলবো কথা, ভাঙবো নীরবতা।
কুয়াশা
1.1.15
******HAPPY NEW YEAR 2015******